
অসীম কুমার উকিল ও ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু
নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে খ্যাত বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কাছে ২ হাজার ২৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।
রোববার (৮ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ বেসরকারি ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। অন্যদিকে অসীম কুমার পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এবার মনোনয়নবঞ্চিত হয়ে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন নিয়ে সংসদ সদস্য হন তিনি।
এই দুইজন ছাড়াও আসনটিতে সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী পেয়েছেন ৫ হাজার ৪৬০ ভোট। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান খান পেয়েছেন ৩২৭ ভোট।
আরও পড়ুন: নেত্রকোনার ৫টি আসনে বিজয়ী হলেন যারা