রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দুর্গাপুরে কালচারাল একাডেমিতে শেখ হাসিনার জন্মদিন পালিত

প্রকাশিত: ২০:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩

দুর্গাপুরে কালচারাল একাডেমিতে শেখ হাসিনার জন্মদিন পালিত

দুর্গাপুরে কালচারাল একাডেমিতে শেখ হাসিনার জন্মদিন পালিত

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে নানা আয়োজনে এ জন্মদিন পালন করা হয়।

এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া, কেক কাটা ও শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর জীবনাদর্শ নিয়ে একাডেমির পরিচালক কবি ও গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ডনবসকো কলেজ এর পরিচালক ফাদার পাওয়েল, ভাইসপ্রিন্সিপাল রুমন রাংসা, আ‘লীগ নেতা আলী আসগর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, পৌর কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু প্রমুখ।

বক্তারা বলেন, দেশ ও জাতীর উন্নয়নের রুপকার, দেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে আনন্দিত না হয়ে উনার জীবনাদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিভাবে দেশের জন্য ত্যাগ করতে হয়, দলকে পরিচালিত করতে হয়, সে লক্ষ্য নিয়ে সকলেই যদি এগিয়ে আসেন, তাহলে বাংলাদেশ সোনার বাংলায় পরিনত হবে। দেশকে এগিয়ে শেখ হাসিনার কোন বিকল্প নাই, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলকে আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে কাজ করতে আহবান জানানো হয়।

আরও পড়ুন: আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করব: মো: এনামুল হক


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808