কেন্দুয়ার লোককবি আব্দুল মজিদ তালুকদারের প্রয়াণ দিবসে আলোচনা সভা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউপির ইটাউতা গ্রামের লোককবি, সাধক, অলইন্ডিয়া রেডিও, কলম্বিয়া গ্রামোফোন রেকডিং কোম্পানী, পাকিস্তান বেতার, পরে বাংলাদেশ বেতার ও বিটিভির জন্মলগ্ন থেকে উচ্চ শ্রেণীর গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী আব্দুল মজিদ মজিদ তালুকদারের ৩৬ তম প্রয়াণ দিবস পালন উপলক্ষে আলোচনাসভা ও তার রচিত গানের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকাল ৫টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাধক আব্দুল মজিদ তালুকদারের দুই পুত্র শিল্পী আবুল বাশার তালুকদার ও আবুল কালাম তালুকদার উপস্থিত ছিলেন।
কেন্দুয়া উপজেলা প্রশাসন ও আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠীর আয়োজনে এবং
কেন্দুয়া চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
সাধক আব্দুল মজিদ তালুকদারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায়- আলোচক হিসেবে আলোচনা করেন, কেন্দুয়া উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও লেখক, সাহিত্যিক নূরুল ইসলাম, 'মজিদ গীতিকা সমগ্র'র সংগ্রাহক ও সম্পাদক রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা ও লেখক ছড়াকার, সাংবাদিক সঞ্জয় সরকার।
উল্লেখ্য, বাউল, লোককবি ও সঙ্গীত শিল্পী আব্দুল মজিদ তালুকদার কেন্দুয়ার ইটাউতা গ্রামে একটি রক্ষণশীল পরিবারে ১৮৯৮ সনের ৫ জানুয়ারি জন্মগ্রহন করন। তিনি ১৯৪৬ সনে অল- ইন্ডিয়া রেডিওতে লোকশিল্পী হিসেবে তালিকাভূক্ত হন। পরে কলম্বিয়া গ্রামোফোন রেকডিং কোম্পানী হতে তার গান নিয়মিত প্রচার হতে থাকে।
তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, কাগমারি সম্মেলন ও স্বধীনতা সংগ্রামে বহু গান রচনা ও সুর করে পরিবেশন করেছেন। এই শিল্পী ১৯৪৫ সনে নেত্রকোনার নাগড়া মাঠে সর্বভারতীয় কৃষক সমাবেশে স্বরচিত বাউলগান রচনা ও পরিবেশন করে ব্যাপক সুনাম অর্জন করেন।
তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীদের অনেক বড় জনসভায় স্বরচিত গান পরিবেশন করেছেন।
আব্দুল মজিদ রচনা করেছেন, " মজিদ সঙ্গীত, মজিদ কন্ঠহার,পূর্ববঙ্গ সঙ্গীত, ইসলামতত্ব, মিলন গীতি, গ্রামের পথে,পথের সাথী, রাহী, রাজুবালার কিচ্ছা,রসের বাইদ্যানী, ফুলমতি সুন্দরীর কিচ্ছা, আজবলীলা কিচ্ছা, মোমেনশাহীর গাইনের গীত প্রভৃতি গ্রন্থ।
তিনি ছাত্রজীবনে প্রথম গান ও একতারা বাজানো শেখেন দলপা গ্রামের গোবর্ধন সাধু নামে একজন তাত্বিকের কাছে। পরে বাউল সাধক রশিদ উদ্দিন ও জালাল উদ্দিন খাঁ'র কাছে বাউল গানের তালিম নেন। এক সময় পল্লীকবি জসিম উদ্দীনের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে দীক্ষা নেন তিনি।
এই সাধক, লোককবি আব্দুল মজিদ তালুকদার ১৯৮৮ সনের ২৯ জুন মৃত্যুবরণ করেন। পরে তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়। প্রতি বছর পরিবারের লোকেরা তাঁর বাড়িতে আনুষ্ঠানিক ভাবে জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করছেন।
আরও পড়ুনঃ নেত্রকোনায় সন্ত্রাসী কায়দায় জায়গা দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রাখাল বিশ্বাস