
পুরোনো ভিডিও বিতর্কে মুখ খুললেন মিম
পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরোনো ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই ভিডিওতে মিমকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়, যা থেকে নেটিজেনদের একাংশ ভুল তথ্য ছড়িয়ে দাবি করেন যে, পার্লার উদ্বোধনের সময় তিনি উগ্রবাদীদের রোষানলে পড়েছেন।
এই গুজব ছড়ানোর পর মিম মুখ খুলেছেন এবং এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিম জানান, ভিডিওটি অনেক দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে এবং ভুলভাবে উপস্থাপন করে তার সম্পর্কে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, "অনেকে বলছেন আমি মবের শিকার হয়েছি, উদ্বোধনে বাধা পেয়েছি। কিন্তু এমন কোনো ঘটনা কখনোই ঘটেনি।"
মিম ব্যাখ্যা করে বলেন, প্রায় দুই মাস আগে একটি জুয়েলারি শোরুম উদ্বোধনের সময় ঘটনাটি ঘটে। শোরুম উদ্বোধনের সময় হঠাৎ একটি ক্যামেরা বিস্ফোরিত হয়, যার ফলে ধোঁয়া এবং শব্দ সৃষ্টি হয়। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কারণ মুহূর্তটি আগুন লাগার মতো মনে হয়েছিল।
এই ঘটনাকেই ভুলভাবে উপস্থাপন করে মব আক্রমণের ভিডিও বলে ছড়ানো হচ্ছে, যা মিমকে বিরক্ত করেছে। তার কথায়, "এ ধরনের জোড়াতালির ভিডিও সামনে আসায় আমি বিব্রত।"
এদিকে, কিছুদিন আগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এক জুয়েলারি শোরুম উদ্বোধনে গিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও বাধার মুখে পড়েন। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় তিনি সেখানে যাননি। তবে কাদের বাধার মুখে পড়েছিলেন তা নিয়ে মেহজাবীন কোনো মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন: ভিনির পেনাল্টি মিস, ১০ জনের ভেনেজুয়েলার সঙ্গেও পারলো না ব্রাজিল