বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ ২ জনের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ ২ জনের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে এবং সোমবার(২৫ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন,সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি খাতুন (৫৫) এবং আদমদীঘি উপজেলার শালগ্রামের আইনুল হকের ছেলে আকরামুল হক (৬৮)। এ নিয়ে বগুড়ায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হলো।

বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) জেলায় নতুন করে আরও ১৮জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৭৬জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৫ জন ভর্তি আছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ জন এবং অন্য ২৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, আকরামুল গত ২১ সেপ্টেম্বর তাদের হাসপাতালে ভর্তি হন।   ২৩ সেপ্টেম্বর ভর্তি হন মিনি খাতুন। ওই দুজনের মধ্যে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টা ১৫ মিনিটে আকরামুল হক এবং পরদিন সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মিনি খাতুনের মৃত্যু হয়।

আরও পড়ুন: কলমাকান্দায় ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808