
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
নেত্রকোনার মোহনগঞ্জে এক মৎস্য আড়তে ২৭ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ ৩৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ধনু নদের তীরবর্তী গাগলাজুর বাজার মাছ ঘাট এলাকার মৎস্য আড়ৎদার বাতেন মিয়ার আড়তে শরীফ মিয়া নামে এক জেলে ওই মাছটি নিয়ে আসেন।
পরে শাজাহান মিয়া নামে এক পাইকার ১৪৫০ টাকা কেজি দরে মোট ৩৯,১৫০ টাকায় ওই মাছটি ক্রয় করে নেন। এদিকে বিশালাকৃতির এই মাছটি আড়তে নিয়ে আসার পর মাছটিকে একনজর দেখার জন্য বাতেন মিয়ার আড়তে শত-শত উৎসুক জনতা এসে ভীড় জমায়।
উপজেলার গাগলাজুর ইউনিয়নের মহব্বত নগর গ্রামের জেলে শরীফ মিয়া জানান, আমরা ৪-৫ জন মিলে বেশ কিছু দিন যাবত পার্শ্ববর্তী খালিয়াজুড়ি উপজেলার চৌতারা নামক জলমহালে জাল দিয়ে মাছ ধরে আসছিলাম। এ অবস্থায় প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে মাছ ধরার এক পর্যায়ে বিশালাকৃতির এই বাঘাইড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। পরে ওইদিন সন্ধ্যায় মাছটি বিক্রি করার জন্য মৎস্য আড়ৎদার বাতেন ভাইয়ের আড়তে নিয়ে যাই এবং সেখানে ১৪৫০ টাকা কেজি দরে মোট ৩৯,১৫০ টাকায় মাছটি বিক্রি করতে পেরে আমরা মহাখুশি।
পাইকারি মাছ ক্রেতা শাজাহান মিয়া বলেন, আমি শখ করেই ২৭ কেজি ওজনের এ বাঘাইড় মাছটি কিনে তা বিক্রি করার জন্য ঢাকা পাঠিয়েছি। মাছটি কেনায় লাভ লসের বিষয়টি নিয়ে কোনো চিন্তা করিনি।
আড়ৎদার বাতেন মিয়া বলেন, আমাদের হাওর এলাকায় এখন আর আগের মতো এতো বড় মাছ পাওয়া যায়না। তবে ২৭ কেজি ওজনের এ বাঘাইড় মাছটি বিক্রি করতে পেরে জেলেদের পাশাপাশি আমিও লাভবান হয়েছি।
আরও পড়ুন: বারহাট্টায় গোয়াল ঘরে আগুনে দগ্ধ ১০টি গরু, ১০ লক্ষ টাকার ক্ষতি
হাফিজুর রহমান চয়ন