রাজিবপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশন সংবাদদাতা গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব, রাজিবপুর উপজেলা ও রৌমারী উপজেলার সকল সাংবাদিকদ ও সুশিল সমাজ রাজিবপুর বাজার এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সানন্দবাড়ী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক জাকিউল ইসলাম জনি, রৌমারী প্রেসক্লাবের ক্রিড়া বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল হক, রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা,সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক কুদ্দুছ বিশ্বাস, রাজিবপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মাহবুব রশীদ মন্ডল, প্রভাষক রুস্তম মাহমুদ লিখন, রাজিবপুর উপজেলা বিএনপি সভাপতি ও অধ্যাপক মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লেখক সাহিত্যিক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ফারুকী প্রমূখ
এসময় বক্তারা বলেন, “সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তাগণ।
আরও পড়ুন: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন