
নেত্রকোণায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার(২৫ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টায় শহরের মাছুয়া বাজারস্থ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের হল রুমে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়ের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের হল রুমে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বুলেটিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনটিভির ষ্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবাল,আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আল আমিন,এস টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফেরদৌস আহমাদ বাবুল, ডেইলি নেত্র নিউজের সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ, দৈনিক কাগজ প্রত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান।
দৈনিক আনন্দ বাজার পত্রিকার জেলা প্রতিনিধি সোলায়মান হোসেন রুবেল, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি হামিদুর রহমান অভি,দৈনিক আলোকিত সময় পত্রিকার জেলা প্রতিনিধি তানজিলা শাহ রুবি, বাংলাদেশ বুলেটিনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সজীব, পূর্বধলা উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, কেন্দুয়া উপজেলা প্রতিনিধি আসাদুল করিম মামুন, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রীনা হায়াৎ,মদন উপজেলা প্রতিনিধি আলী আজগর পনির, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মোশাহিদ।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বাচ্চু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নূরজাহান আক্তার, রুমকি আক্তার, জোবায়ের আহমেদ মাহফুজ, মাসুদুজ্জামান, ব্রাঞ্চ ম্যানেজার শিউলি আক্তার,ইউনিট ম্যানেজার স্মৃতি আক্তার, করুনা আক্তার প্রমূখ। এসময় অন্যান্য সংগঠনের সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।