
কলমাকান্দায় প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা
নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার কলমাকান্দা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা প্রেসক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান । নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হক।
তফসিল অনুযায়ী আগামী ২৮ মার্চ-২০২৪ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ১২ মার্চ । মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ হবে ১৪ মার্চ । প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ। প্রতীক বরাদ্দ ১৯ মার্চ। ২৮ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন: দেশে প্রথম ফাইবারগ্লাস টাওয়ার স্থাপন করতে যাচ্ছে ইডটকো ও হুয়াওয়ে
শেখ শামীম