
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অসীম কুমার উকিল
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া ) নির্বাচনী আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া ) আসনের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া ) আসনের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের পক্ষে শনিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।
এ সময় (আটপাড়া-কেন্দুয়া) উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নেত্রকোণা-৩ আসনে অসীম কুমার উকিল এমপি'র ফরম সংগ্রহ করায় আটপাড়া-কেন্দুয়া নেতাকর্মীদের মাঝে-উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে৷