
মনোনয়ন চাওয়া দূষের না দলে গ্রুপিং করা দূষের: অসীম কুমার উকিল
বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা- ৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, বছর শেষে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যার হাতেই নৌকা তোলে দেবেন আমরা সেই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রীর আসনে বসাতে চাই।
এজন্য সকলকে ঐক্যবদ্ধ্য হতে হবে। তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে অনেকেই মনোনয়ন চাইতে পারেন, মনোনয়ন চাওয়াটা দূষের না কিন্তু দলে গ্রুপিং সৃষ্টি করাই দূষের। গ্রুপিং থেকে সকলকেই দূরে থাকার আহবান জানান তিনি।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দুয়া পৌর শাখার বিশেষ বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এস কথা বলেন। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক ভ‚ঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব মহিলালীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি, অধ্যাপক অপু উকিল কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম ভূঞা জুয়েলের
সঞ্চালনার পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন এবং নৌকাকে বিজয়ী করার আহবান জানান।
আরও পড়ুন: কেন্দুয়ায় পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত