মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

পাবনার বেড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৪, ৫ জুন ২০২৩

পাবনার বেড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

পাবনার বেড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

কৃষিই সমৃদ্ধি' আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার বেড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে

রবিবার ৪ জুন উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল হক। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার নুসরাত কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম। 

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী,উপজেলা ও পৌর কৃষক লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ স্থানীয় কৃষক,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল হক,বর্তমান কৃষির বিভিন্ন পরিবর্তনের দিক উল্লেখ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক নেতৃত্বে আজকে বিভিন্ন কৃষি উপকরণের মাধ্যমে,কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে চেষ্টা করছে। আমরা আগে প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেছি। এখন আর লাঙ্গল গরু দিয়ে জমি চাষ করতে হয় না।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ডিজিটাল নেতৃত্বে কৃষি প্রযুক্তির মাধ্যমে অর্ধেক শ্রম সময় ব্যায় করে বেশি ফসল উৎপাদন করছি। উন্নতি চিন্তা, উন্নতি প্রযুক্তিতে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্যে মোহাঃ সবুর আলী, কৃষি মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন সুফল সাংবাদিকদের মাধ্যমে সকলের মাঝে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, করোনা মহামারী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরও আমরা খাদ্যতে এগিয়ে৷ আমাদের খাদ্যের কোনো ঘাটতি দেখা দেয়নি। পৃথিবীর অনেক দেশে খাদ্যের হাহাকার চলছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। কৃষি বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।

আরও পড়ুন: কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্টে অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত-৪