
টঙ্গীবাড়ীতে বিনাধান-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীন বোরো ধানবিনা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯জুন) বিকেল ৫ টায় উপজেলার পাচগাও ইউনিয়নের যোগোনিয়া গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা'র মহাপরিচালক প্রজননবিদ ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিনা'র প্রশাসন ও সাপোর্ট সার্ভিস পরিচালক ড.আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.আব্দুল আজিজ,টঙ্গীবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়নুল আলম তালুকদার, বৈজ্ঞানিক কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ইমতিয়াজ জাহান খান সহ স্থানীয় শতাধিক কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: জৈন্তাপুরে ভারতীয় ১শত বস্তা চিনিসহ গাড়ির চালক ও হেলাপার আটক