রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জে কৃষি মাঠ থেকে অবৈধ ড্রেজার জব্দ

প্রকাশিত: ২১:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামগঞ্জে কৃষি মাঠ থেকে অবৈধ ড্রেজার জব্দ

রামগঞ্জে কৃষি মাঠ থেকে অবৈধ ড্রেজার জব্দ

কৃষি জমির পাশে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসময় ড্রেজারের ২০ টি পাইপ ধ্বংস করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন অভিযান পরিচালনা করে উপজেলার লামচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মজুপুর গ্রামের দক্ষিণ মজুপুর কৃষি মাঠ থেকে এই ড্রেজারটি উচ্ছেদ করেন।

জানা যায়, উপজেলার পানপাড়া বাজার ব্যাবসায়ী হারুনুর রশিদ ও দক্ষিন মজুপুর গ্রামের চাড়াল বাড়ীর সহিদ উল্লার ছেলে সুমনসহ ৭-৮ জনের একটি গ্রæফ দক্ষিণ মজুপুর কৃষি মাঠে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করতে চাইলে গত ২০ সেপ্টেম্বর ড্রেজার মেশিনটি বন্ধ করে তা উচ্ছেদের দাবীতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কৃষকরা । কৃষকদের দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার সরেজমিনে গিয়ে ড্রেজারটি উচ্ছেদ করে তা জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) মুনিরা খাতুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন বলেন, অবৈধ ড্রেজার ধ্বংসের প্রক্রিয়া চলমান থাকবে।

আরও পড়ুন: দুর্গাপুরে কথাসাহিত্যের উত্তরপাঠ বিষয়ক তারুণ্যের শিল্প আড্ডা


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808