ফুলবাড়ীতে গরু মোটাতাজাকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গরু মোটাতাজাকরণ বিষয়ক সাতদিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৫টায় আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ফুলকুঁড়ি বিদ্যানিকেত (ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন) স্কুল সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অফিস সহকারী মো. মেজবাউল আলম মেজবা, কম্পিউটার অপারেটর রেজাউল আলম, প্রশিক্ষক পল্লী পশু চিকিৎসক রেজাউল আলম, আমরা কবর জয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, শাহারিয়া আসিফ দিনার, সদস্য আইরিন আক্তার, আরিয়ান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (২২ নভেম্বর) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম। সাতদিন ব্যাপী প্রশিক্ষণ দিবেন পল্লী পশু চিকিৎসক রেজাউল আলম।
কর্মশালায় যুব উন্নয়ন থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংগঠন আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
আরও পড়ুন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন জহিরুল ইসলাম