নেত্রকোনায় আমন চাল সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন
নেত্রকোনা অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে বারহাট্টা রোডস্থ খাদ্য গোদামে নেত্রকোনা সদর উপজেলা খাদ্য বিভাগ এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহসান হাবিব,সদর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম,ঠাকুরাকোনা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ ও মিল মালিক গন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ আহসান হাবীব জানান, চলতি আমন মওসুমে প্রতি কেজি চাল ৪৪ টাকা ধরে ৬ হাজার ৭ শত ৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত এই সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত