
মোহনগঞ্জে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে লাকড়ী বোঝাই একটি অটোরিকশার নিচে চাপায় পড়ে তামীম আহমেদ (১১) নামে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্র তামীম পৌর শহরের ৮ নাম্বার ওয়ার্ডের উত্তর দৌলতপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সে পৌর শহরের বার্ত্তারগাতী এলাকার রোকেয়া আজিজ সেন্টাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিল। ওই ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন রতন বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওই কাউন্সিলর জানান, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর গ্রামের দুলা মিয়ার ছেলে তামীম আহমেদ দৌড় দিয়ে বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা লাকড়ী বোঝাই একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তামীম। পরে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না-তদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বারহাট্টায় আশরাফ আলী খান খসরুর দোয়া মাহফিল ও ইফতার বিতরণ