
কেন্দুয়ায় বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নসান্দিকোনা ইউপির ক্ষিদিরপুর গ্রামের সোহেল মিয়া (২৫) নামে এক যুবকের বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। সোহেল মিয়া ক্ষিদিরপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (২৫এপ্রিল) সকালে সোহেল মিয়া মাছের ফিসারীতে পানি দেওয়ার জন্য মর্টারে সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পর্শ হয়ে মারাত্মক আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
রাখাল বিশ্বাস