
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৩ মে দৈনিক প্রথম আলো পত্রিকায় " আ:লীগ নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ " এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন, উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বারীশ চন্দ্র সরকার ।
সংবাদে উল্লেখ করা হয় যে, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর ঘাট থেকে প্রায় এক মাস ধরে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ও স্পিভবোট চালকদের কাছ থেকে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাশীর চন্দ্র সরকারের নির্দেশে তার প্রতিনিধি চাঁদা আদায় করছেন। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয়।
প্রকৃতপক্ষে আমি ধর্মপাশা উপজেলার মহদীপুর নৌকাঘাটটি অস্থায়ী ভিক্তিতে খাস কালেকশন ডেকে সবোচ্চ ডাককারি হিসাবে খাস কালেকশন প্রাপ্ত হই। আমি আমার প্রতিনিধি দিয়ে সেখান থেকে খাস আদায় করছি।
একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা নাটক বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক ভাবে এ মিথ্যা সংবাদের অবতারণা করছে শুধু আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বারীশ চন্দ্র সরকার সভাপতি ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগ ধর্মপাশা, সুনামগঞ্জ।
আরও পড়ুন: মন্দিরে হামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন