শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

কলমাকান্দায় মোটরসাইকেলে ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৬:২১, ৩০ মে ২০২৩

কলমাকান্দায় মোটরসাইকেলে ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলে ধাক্কায় মো. রাজীব মিয়া (১৩) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কলমাকান্দা - পাঁচগাও সড়কের নল্লাপাড়া নামস্থানে মিলন মিয়ার দোকানের সামনে এ দুঘটনাটি  ঘটে ।

নিহত মো. রাজীব মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে মো. বকুল মিয়া ও হাসিনা আক্তার দম্পতির ছেলে। সে স্থানীয় সতেরহাতি এলাকার মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে স্থানীয় মাদ্রাসা থেকে অটোরিকশায় করে বাড়ী উদ্দেশ্য রওনা হয় ওই শিক্ষার্থী। পরে নল্লাপাড়া নামস্থানে মিলন মিয়ার দোকানের সামনে আসলে অটোরিকশা থেকে নামার সাথে সাথেই একটি দ্রুতগামী মোটরসাইকেল রাজিব মিয়াকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়।  এতে করে রাজিব মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়  রাজিব মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের  কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম  পরীক্ষা-নিরীক্ষা করে  মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল কালাম (পিপিএম) সত্যতা নিশ্চিত করে  বলেন, পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতে জরিমানা