
কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুইটি করাতকলের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন না নিয়ে করাতকল চালানোর দায়ে তাদের ওই জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুর কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর বাজারের করাতকল মালিক নুরুল ইসলামকে তিন হাজার টাকা ও একই এলাকার করাতকল মালিক ইদ্রিস মিয়া পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রাস্তার পাশে ফেলে রাখা জনদুর্ভোগ সৃষ্টিকারী কাঠ ও গাছের গুড়ি সরিয়ে দেওয়া হয়।
এবিষয়ে কলমাকান্দা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী লাইসেন্স না নিয়ে করাতকল চালানোর দায়ে দুই করাতকল মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে যৌতুকের মামলা!