সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সাপাহার সাব- রেজিস্ট্রার অফিস চত্বরে একটি পরিবেশ বান্ধব সংগঠন প্রকৃতির আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে যথাযথভাবে দিবস পালন করা হয়েছে।
প্রকৃতি সাপাহার শাখার আহ্বায়ক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী।
অন্যান্য মধ্যে প্রকৃতির সাপাহার শাখার যুগ্ম আহবায়ক এ বি এম রায়হান, সাপাহার প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নিখিল বর্মন সহ দলিল লেখক, সাব রেজিস্টার ও নকলনবিস'র সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মোহনগঞ্জে জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু