মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশিত: ০৬:১৬, ৬ জুন ২০২৩

কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

গাছ রোপনে উৎসাহিত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উপর গুরুত্ব রেখে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ ইং উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার (৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন আয়োজনে এ দিবসটি পালন করা হয়েছে।

দিন দিন আমরা যেভাবে সুন্দর পরিবেশ হারাচ্ছি সেই পরিবেশ রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ক্জ করতে হবে। তিনি বলেন, সবুজ বাংলাদেশ বিনির্মানে সকলকে বাড়ির আঙ্গিনায়, রাস্তাঘাটে  অর্থাৎ যে যেখানে পারেন সেখানেই একটি করে গাছের চারা লাগাবেন।

আমরা ও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালন করবো। তিনি বিশ্ব পরিবেশ দিবসে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

ক্রীড়া সংস্থার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কেন্দয়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাট্যকার মোঃ নুরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ 
রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, ওসি মোঃ আলী হোসেন পিপি এম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা সহকার্রী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানাসহ প্রমুখ। 

আরো পড়ুন: মোহনগঞ্জে জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798