মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় পুলিশের জনসচেতনতামূলক সুধী সমাবেশ

প্রকাশিত: ২১:৪৬, ২৪ জুলাই ২০২৩

বারহাট্টায় পুলিশের জনসচেতনতামূলক সুধী সমাবেশ

বারহাট্টায় পুলিশের জনসচেতনতামূলক সুধী সমাবেশ

নেত্রকোণার বারহাট্টা থানা পুলিশের মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়া লক্ষ্যে জনসচেতনামুলক সুধী সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বারহাট্টা থানার উদ্যোগে সোমবার বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহার সভাপতিত্ব ও এস.আই. প্রশান্ত কুমার সাহার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ্ শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফুর রহমান চঞ্চল, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ম্যানেজার সুরজিত কুমার ভৌমিক, মছাত্রলীগের আহŸায়ক ইমরান হাসান সাকিব প্রমুখ। এছাড়াও আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সুধীমহল, এনজিও প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু। এসব কর্মকান্ড একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: জৈন্তাপুরে সারী নদী হতে নিখোঁজ এক দিন পর যুবকের লাশ উদ্ধার


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798