বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দূর্বৃত্তদের আগুনে পুড়ে গেল গোশালা ঘরটি কাটেনি পরিবারের আতংক

প্রকাশিত: ১৮:২৬, ৩১ জুলাই ২০২৩

দূর্বৃত্তদের আগুনে পুড়ে গেল গোশালা ঘরটি কাটেনি পরিবারের আতংক

দূর্বৃত্তদের আগুনে পুড়ে গেল গোশালা ঘরটি কাটেনি পরিবারের আতংক

দূবৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফতেপুর গ্রামের বুলবুল আলমের গোশালা ঘরটি। কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনাটি ঘটে গত ২৬ জুলাই রাতে। এরপর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে।

বুলবুল আলমের স্ত্রী পারভীন আক্তার জানান এই ঘটনার আগে আমাদের মোরগের ঘরের তালা ভেঙ্গে একটি মুরগি নিয়ে গেছে। তাছাড়া বসত ঘরের পেছনে মটারের কল ছেড়ে রেখে গেছে। যে কারণে মটার থেকে অনবরত পানি পড়েছে। তিনি বলেন সবশেষে আগুন লাগিয়ে গোশালা ঘরটি পুড়ে দেওয়ায় আমাদের মাঝে ভয় ঢুকে গেছে।

ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে তাদের শান্তনা দেন এবং একেই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন।

বুলবুল আলম জানান আমি বিষয়টি সম্পর্কে কেন্দুয়ার থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিতভাবে অবহিত করেছি। আমি এ ঘটনায় রহস্য উদঘাটনের জন্য দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: স্বামীর পরকিয়া প্রেমের বলি গৃহবধূ শাপলা স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808