
মধ্যনগরে ৩৩টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের সাথে ওসির মত বিনিময়সভা
আসন্ন শারদীয়া দূর্গা পূজাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ৩৩টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আজ ২৯শে সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় মধ্যনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন ।
মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু ,পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপেশ চন্দ্র সরকার , চামরদানী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমুদ রঞ্জন সরকার, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের সভাপতি বাপ্পী ঘোষ প্রমুখ।
আরও পড়ুন: শেখ হাসিনা না থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে এদেশে দুর্ভিক্ষ লাগতো সাংসদ এমিলি