
ইসলামপুরে পৌর মেয়র কাদের সেখের নেতৃত্বে বিক্ষোভ ও শান্তি সমাবেশ
বিএনপি- জামাত কর্তৃক অগ্নিসন্ত্রাস, হত্যা, প্রধান বিচারপতির বাসায় হামলা,সাংবাদিকদের উপর আক্রমন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫নভেম্বর) বিকালে ইসলামপুর আসনের নৌকা মনোনয়ন প্রত্যার্শী তিন তিন বারের নির্বাচিত মেয়র আব্দুল কাদের সেখের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা (থানা মোড়) এক পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইসলামপুর আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুল কাদের সেখ।
মেয়র আব্দুল কাদের সেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রজাত্রাকে বাধাগ্রস্ত করতেই দেশব্যাপী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সহিংসাতা চালাচ্ছে। তিনি আরোও বলেন, আমাদের জামালপুর জেলার যুব সমাজের অহংকার যুবকন্ঠ মির্জা আজমের নেতৃত্বে নেতা কর্মীদের সাথে সহিংসতা প্রতিরোধে আমরা সব সময় প্রস্তুত আছি। আমি হুসিয়ারী করে বলতে চাই জনগণকে সাথে নিয়ে ও আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত জামালপুর জেলায় কোন প্রকার সহিংসতা করতে দেওয়া হবে না।
এ সময় যুবলীগের সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে উপকার ভোগীদের নিয়ে সাংসদ এমিলি’র সুধী সমাবেশ