পূর্বধলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় শনিবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মাফিজ উদ্দিন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পূর্বধলা মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল প্রমুখ।
আরও পড়ুন: পূর্বধলা হানাদার মুক্ত দিবস পালিত