দুর্গাপুরে ১২০টি পরিবার ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ে বসবাসরত ১২০টি পরিবার ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রকৃতি পাঠশালা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন রায়গঞ্জ ও স্বপ্নফেরী-১৫ কল্যাণ সংস্থা কাজিপুরের আয়োজনে এবং কে আর পরিবার সিরাজগঞ্জের আর্থিক সহযোগিতায় এ কম্বল গুলো বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হারেছ উদ্দিন, প্রকৃতির পাঠশালার পরিচালক নাজমুল তুহিন,কোষাধ্যক্ষ আল আমিন,স্বপ্নফেরী-১৫ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পারভেজ হোসাইন,সিনিয়র সহ সভাপতি উমর ফারুক,কোষাধ্যক্ষ সোহেল রানা, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্য অপূর্ব, বাহাদুর,ইউসুফ,রিপন, উমর ফারুক প্রমুখ। কম্বল পেয়ে প্রতিটি পরিবার সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: সাংবাদিক আয়নাল হকের দাফন সম্পন্ন