সাংবাদিক আয়নাল হকের দাফন সম্পন্ন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী "কেন্দুয়া প্রেসক্লাব" এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সম্মানিত সদস্য, সাংবাদিক ও কবি আয়নাল হক (৪১) আর নেই!
রবিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দেন এই ক্ষণজন্মা । নির্ভীক, সাহসী এই কবি ও সাংবাদিক জন্মগ্রহণ করেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামে । সোমবার (১৮ ডিসেম্বর) নিজ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সাংবাদিক আয়নাল হক আর নেই
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন, নেত্রকোণা-৩(কেন্দুয়া - আটপাড়া) আসনের সাংসদ অসীম কুমার উকিল, সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁঞা, "কেন্দুয়া প্রেসক্লাব" এর সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আসাদুল করিম মামুন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম সহ অসংখ্য গুণগ্রাহী নেতৃবৃন্দ।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক অদম্য বাংলা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন সময়ের সাহসী এই কলমযোদ্ধা।
আরও পড়ুন: দুর্গাপুরে ভাইয়ের হাতে ভাই খুন