সাংবাদিক আয়নাল হক আর নেই
কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলীতে গ্রামের বাসিন্দা মেধাবী সাংবাদিক ও কবি আয়নাল হক আর নেই।
রোববার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী,৩ কন্যা ১ ছেলে দুই ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আয়নাল হক বাংলা নিউজ২৪ ডটকম এবং জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন। সর্বশেষ ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক অদম্য বাংলা পত্রিকার বার্তাসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন, মরহুমের জানাজার নামাজ বাদ জোহর মরহুমের বাসার পাশেই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে ভাইয়ের হাতে ভাই খুন