বারহাট্টায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপিত
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন অফিসার কার্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় ভাবে শুভ উদ্বোধন, ভোটার সেবা কার্যক্রম ও আলোচনা সভা।
শনিবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও নির্বাচন অফিসার সঞ্জিত কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক সৈয়দ আব্দুর রউফ, অখিল চন্দ্র পাল, সাংবাদিক লতিবুর রহমান খান প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান বাচ্ছু’র গনসংযোগ শুরু
লতিবুর রহমান খান