
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে বারহাট্টায় বিক্ষোভ মিছিল
নেত্রকোণার বারহাট্টায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোজিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ, বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারহাট্টা এ কে খান দাখিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা যোগ দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বারহাট্টা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ শফিকুল রহমান, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জসিমউদদীন তালুকদার, বারহাট্টা উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ আবদুল বাছির, বড় মসজিদের খতিব মাওলানা ছাইদুল হক, গোপালপুর শাহী মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, থানা মসজিদের ইমাম হাফেজ তোফাজ্জল হোসেন, মনাষ মাদ্রাসার প্রভাষক মাওলানা আনিসুল হক, ব্রীজ পাড় মসজিদের ইমাম মাওলানা মাহফুজ প্রমূখ।
এই সময় বক্তারা, ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রাম গিরি মহারাজের বিচার দাবি করেন । এই সময় বক্তারা এই রকম ইসলাম বিদ্বেষীদের রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান।
আরও পড়ুনঃ মোহনগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
লতিবুর রহমান খান