
মধ্যনগরে সরকারি জায়গা থেকে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন ভুমি কার্যালয়ের মূল ফটক সংলগ্ন সরকারি জায়গা দখল করে গড়ে তোলা আ.লীগ নেতার দোতলা ভবনসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.অলিদুজ্জামানের নেতৃত্বে ও বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালালনা করা হয়।
এ সময় মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
জানা গেছে, মধ্যনগর উপজেলা সদর ভুমি অফিসের মূল ফটক সংলগ্ন রাস্তার দুই পাশে থাকা প্রায় ১৩ শতাংশ সরকারি জায়গা দখল করে একটি দোতলা ভবনসহ ১৫টি স্থায়ী বসতি নির্মাণ করে গত প্রায় ১৬-১৭ বছর ধরে এলাকার প্রভাবশালী একটি মহল ভোগদখল করে আসছিলেন। এরমধ্যে মূল ফটক সংলগ্ন জায়গা দখল করে উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোবারক হোসেন তালুকদার বিশালাকৃতির একটি দোতলা ভবন নির্মাণ করেন। অন্যান্য দখলদাররাও তখন থেকেই সেখানে বড়-বড় স্থায়ী টিনের অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা থেকে ওইসব অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য দখলদারদেরকে বারবার তাগিদ দেওয়ার পরও তারা বিষয়টি আমলে নেননি। এ অবস্থায় জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকেই এক্সেভেটর মেশিন দিয়ে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।
আ.লীগ নেতা মোবারক হোসেন তালুকদার ছাড়াও এখানে প্রভাবশালী অন্যান্য দখলদাররা হলেন, হারুন মিয়া, কবির মিয়া, মোশারফ হোসেন, ইসলাম উদ্দিন, বিল্লাল হোসেন, আকিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মজনু মিয়া, আবুল হাসেম, শামসু মিয়া, ভোলা সাহা, উজ্জ্বল মিয়া ও তানিয়া আক্তার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.অলিদুজ্জামান বলেন, এখানকার সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণকারী দখলদারদেরকে এসব স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও তারা বিষয়টি আমলে নেননি। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে আমরা এখানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করি।
আরও পড়ুন: মধ্যনগরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের ১৭নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হাফিজুর রহমান চয়ন