
নাশকতা সৃষ্টির পরিকল্পনার চেষ্টার দায়ে মধ্যনগরে ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১
সুনামগঞ্জের মধ্যনগরে নাশকতার সৃষ্টির পরিকল্পনার চেষ্টার দায়ে সদ্য নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৭ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মধ্যনগর থানার এসআই আলমগীর হোসেন বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি করেন। এ ঘটনায় কবির মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কবির মিয়া, যিনি কবির খাঁ নামেও পরিচিত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াসেভ আলভি তালুকদারের বাড়ির পেছনে ৩৫-৪০ জন ছাত্রলীগ কর্মী একত্রিত হয়ে নাশকতার সৃষ্টির পরিকল্পনা চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ছিল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো। এ জন্য তারা উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, স্থাপনা ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও কবির মিয়া পালাতে ব্যর্থ হন এবং তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান আরও জানান, নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
হাফিজুর রহমান চয়ন