
আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ ও সমাবেশ
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সর্বস্তরের ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশগ্রহণ করে।
প্রতিবাদকারীরা প্রথমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক-খাদ্য গুদাম রোড, জামতলা বাজার, থানা রোড-প্রদক্ষিণ করে। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে আইনজীবী সাইফুল ইসলামের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে এ হত্যাকাণ্ড ইসলাম ও মানবিকতার পরিপন্থী। যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি জমির উদ্দিন, মুফতি তোফাজ্জল হোসেন, মুফতি জুনায়েদ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ, উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আমিনুল হক লিমন, হাফেজ ক্বারী শেখ ফয়জুল্লাহ সাইফি এবং ছাত্রদলের প্রতিনিধি নোমান ফকির।
বক্তারা আরও বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। সম্প্রতি দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে আমাদের ভূমিকা স্পষ্ট। কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র আমরা রুখে দেব।”
বক্তারা ইসকন সদস্যদের জড়িত থাকার অভিযোগ তুলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং উগ্র সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।
আরও পড়ুন: আগুনে পুড়ে শেষ কৃষকের স্বপ্ন