
টঙ্গীতে তাবলিগ কর্মীদের হত্যার প্রতিবাদে বারহাট্টায় বিক্ষোভ মিছিল
নেত্রকোণার বারহাট্টায় টঙ্গী ইজতেমার ময়দানে নিরীহ মুসল্লীদের উপর উগ্রবাদী সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ জন তাবলীগী সাথী হত্যার প্রতিবাদ, হত্যাকারী এবং নির্দেশনাদাতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বারহাট্টা পূর্ববাজারস্থ বড় মসজিদ প্রাঙ্গণে একত্রিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারহাট্টা এ.কে. খান দাখিল মাদরায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ শেষে এ.কে. খান দাখিল মাদরাসায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এ.কে. খান দাখিল মাদরাসার শিক্ষক শিহাব উদ্দিনসহ আরও অন্যান্য নেতৃবর্গ বক্তব্য রাখেন। ১৭ ডিসেম্বর টঙ্গীর ময়দানে সাদ পন্থীদের হামলায় ৪ জন নিহত ও শত শত মুসল্লী আহতের ঘটনা দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: টঙ্গীতে তাবলিগ কর্মীদের হত্যার প্রতিবাদে মধ্যনগরে বিক্ষোভ
লতিবুর রহমান খান