
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
শ্রীনগরে পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধের নাম মো. আবুল হোসেন (৬১)। সে শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়ার ডলি আক্তারের বাড়ির ভাড়াটিয়া।
শুক্রবার সাড়ে ১২ টার দিকে ওই এলাকার নাথবাড়ির একটি পুকুরে আবুল হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সেফালী দেবনাথ বলেন, শুক্রবার দুপুরের দিকে একটি দুর্গন্ধ পাই। পরে দেখতে পাই পুকুরের পানিতে মানুষের লাশ ভাসতে।
আবুল হোসেনের কন্যা স্মৃতি (২০) বলেন, তার বাবা স্টোকের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত রবিবার রাতে তার বাবা ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। আশপাশের সবখানে তাকে খুঁজেছি। ৫দিন পর পার্শ্ববর্তী হরপাড়া নাথবাড়ির পাশে একটি পুকুরে বাবার লাশ ভাসতে থাকার খবর পেয়ে ছুটে আসি।
জামাতা মো. জাহাঙ্গীর বলেন, গত রবিবার সিলেট থেকে রাতে বাড়িতে এসে জানতে পারি আমার অসুস্থ্য শ্বশুরকে পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে পরিচিত আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিয়ে তার কোন সন্ধান পাইনি। তার শ্বশুর আগে সুস্থ থাকাকালীন সময় অটোরিক্সা চালাতেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে লাশ পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
আরও পড়ুন: যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে ১১শ পরিবারের মাঝে কম্বল বিতরণ
মো: মুজাহিদ খাঁন