
সড়ক দূর্ঘটনায় আহত এসএসসি পরিক্ষার্থীর পরিক্ষা দিল অষ্টম শ্রেণির এক ছাত্র
সড়ক দূর্ঘটনায় আহত এক এস.এস.সি পরিক্ষার্থীর পরিক্ষা দিল অষ্টম শ্রেণির এক ছাত্র। আহত পরিক্ষার্থীর নাম নাবিল আহমেদ সারোয়ার। তার রেজি নং- ২০২১১০৭৫১, রোল- ২৩৮৯২৪।
রোববার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র পরিক্ষায় আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভ্যানু কেন্দ্রে পরিক্ষা দেয় ওই ছাত্র। নাবিল আহমেদ সারোয়ার আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের ছাত্র।
গত ২৬ এপ্রিল সড়ক দূর্ঘটনার কবলে পরে তার ডান হাতটি ভেঙে যায়। পরে বিকল্প উপায়ে পরিক্ষায় অংশ নেওয়ার জন্য কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও আশুজিয়া পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব বরাবর পৃথক পৃথক আবেদন করে।
আশুজিয়া জয়নাথ করোনেশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এজহারুল ইসলাম জানান, ওই ছাত্রের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার কাবেরি জালাল মানবিক কারণে পরিক্ষা নেওয়ার পরামর্শ দেন। অপর দিকে কেন্দ্র সচিবের পক্ষ থেকে তিনি ময়মনসিংহ বোর্ড কন্ট্রোলার শামসুল হকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে বোর্ড কট্রোলার কেন্দ্র সচিবকে অষ্টম শ্রেণির এক ছাত্রকে দিয়ে পরিক্ষা নেয়ার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল নাবিল আহমেদ সারোয়ারের নিকট আত্মিয় ৮ম শ্রেণির এক ছাত্রের ছবি সত্বায়িত করে দিয়ে পরিক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন।
কেন্দ্র সচিব আরো জানান, নাবিল আহমেদ সারোয়ার আহত অবস্থায় পরিক্ষার কেন্দ্রে বসে প্রশ্ন দেখে মুখে মুখে যা বলেছে, অষ্টম শ্রেণির ছাত্রটি উত্তরপত্রে তা পূরণ করেছে। তিনি বলেন, পরিক্ষার নিয়ম মেনেই বোর্ড কন্ট্রোলার ও উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ মতেই পরিক্ষা নেয়া হয়েছে। এ ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি। বিকল্প উপায়ে পরিক্ষা দিতে পেরে নাবিল আহমেদ সারোয়ার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায়।
আরও পড়ুন: সুতি নদীর বুক কেটে মাছ চাষের জন্য তৈরি করা হচ্ছে বড় বড় গর্ত