কেন্দুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কেন্দুয়া উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের ব্যাক্তিগত উদ্যোগে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় এ সংবর্ধনার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেন,আজকের মেধাবীরাই আগামীদিনের বাংলাদেশ।
তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনের মিছিলে সামিল হতে হবে। তিনি আর ও বলেন, শিক্ষক, মুরুব্বী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সকলকে সম্মান করতে হবে।
অসীম কুমার উকিল বলেন শুধু পাঠ্যপুস্তক পড়লেই চলবেনা। নাটক, উপন্যাস, কবিতা, রম্য রচনার বই পড়তে হবে।মানুষকে ভালোবাসতে হবে। প্রেম ভালোবাসা ছাড়া কোন মানুষ বিকশিত হতে পারেনা।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আসাদুল করিম মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দু্ল কাদির ভুঞা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভুঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম,ওসি মোঃ আলী হোসেন পি পি এম, সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী,বানে টেকের প্রধানশিক্ষক ইকবাল হেসেন প্রমুখ।
সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এবং কেন্দুয়া মাটির সন্তান কথা সাহিত্যিক হুমায়ুন আহম্মেদ, ডক্টর জাফর ইকবাল রচিত গ্রন্থ তুলে দেয়া হয়।
আরও পড়ুন: ভূমি উন্নয়ন কর অনলাইন রশিদ জালিয়াতির অভিযোগে মামলা: দলিল লিখক গ্রেফতার