শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

জৈন্তাপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত: ২১:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৩

জৈন্তাপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

জৈন্তাপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান 

পিবিজিএসআই স্কিমের আওতায় জবাবদিহি অনুদান হতে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ১৫ জন ছাত্রীকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। 

৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,  নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, স্বাগত বক্তব্য রাখেন জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রজত ভূষণ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সদস্য হাসিনুল হক হুসনু, অভিবাবক সদস্য নিবারন চন্দ্র দাস, কামাল আহমদ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, শিক্ষক হাছিনা আক্তার, চেমন আফরোজ পলি, নিজাম উদ্দিন, পপি রানী রায়, মুহিবুল আম্বিয়া, শুক্ল দেবনাথ, মাহমুদুল হাসান, পূর্ণিমা অধিকারী মিলন কুমার, সুবীর চক্রবর্তী, জয়গবিন তালুকদার, কল্পনা ঘোষ প্রমুখ।

আরও পড়ুন: কলমাকান্দায় আকস্মিক ঝড়, মৎস্যজীবীর লাশ উদ্ধার