
শ্রীনগরে ট্রাকের নির্বাচনী সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) ট্রাক প্রতীকের পদপ্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন।
তিনি মঙ্গলবার বিকালে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও নির্বাচনী সভায় ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চান।
উক্ত সভায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ও বিপুল পরিমাণ ট্রাক প্রতীকের সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে বিপুল মানুষ ট্রাক মার্কাকে সমর্থন জানিয়ে সভায় যোগদান করেন।
আরও পড়ুন; পূর্বধলায় রেললাইনের নাট-বল্টু খোলা! রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন