বুধবার ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ৭ জুন ২০২৩

কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুর ১২টার দিকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হশ। 

পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।

এ সময় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গৃহীত ৭ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নূরজাহান পারভীন লিজা। 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফুলবাড়ীতে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার