বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

একরোখা

প্রকাশিত: ২২:০৪, ১৮ মে ২০২৩

একরোখা

আকিব শিকদার

যে আমায় চিনতে পারে আমি তারেই চিনি
যে আমার মূল্য জানে, আমি তারেই জানি
হোক সে অচল মূল্যহীন, তবু মূল্য দিয়ে কিনি।

যে আমায় ভুলে যায় আমি তারেই ভুলে থাকি
তার সকল স্মৃতি গোপন সিন্ধুকে যত্নে তুলে রাখি
স্নিগ্ধ মুখের মধুর বচন কালো পর্দায় ঢাকি।

যে আমায় বলেছিল একলা থেকো, চাইনা তো তার সঙ্গ
পণ করেছিলাম সঙ্গী হবো, হোক না সে পণ ভঙ্গ
জীবনসংসার- সে তো পণ ভাঙ্গারই স্থান, মঞ্চরঙ্গ।

বলেছিল সে- জীবে সদয় হও,  মেরো না পশু
ধর্ম চুলোয় যাক, আমি নিজেই নিজের যীশু
একরোখা এক মানুষ আমি, মুখোশধারী পশু। 

আরও পড়ুন: একজন আব্দুল জব্বার ও তাঁর সঙ্গীত জীবন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798