
গুলশান আরা রুবী
প্রবাসের জীবন যাপন-
যেন সাহারায় রাত্রি যাপন !
স্বপ্নগুলো গুড়া গুড়া হয়
অসহনীয় অসমতার মতন।
প্রবাসের জীবন যাপন-
উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে,
সর্বস্ব হারানো মানুষের মতন!
কত উদীয়মান কবি
লিখেছে এ বঞ্চনার ইতিহাস!
কবিতায় উপজীব্য করেছে,
প্রবাসীর করুন ক্রন্দন।
কত শিল্পী এঁকেছে-
প্রবাসীর মনে লুকায়িত!
জন্মভূমির প্রতি লালিত স্বপন।
কত সুরকার-গায়ক-
কণ্ঠে ধরেছে প্রবাসীর বিরহ!
আত্মীয়দের হতে দূরে থাকা শোক।
রাষ্ট্র ভেবেছে কি শুদ্ধতায়-
কত কষ্টের প্রবাসের ডলারে!
প্রবৃদ্ধি অর্জনে সহায়ক।
দূর প্রবাসে বসে ভাবি একাকী-
ফিরে কি পাবো নবযৌবন!
যে প্রেম রয়েছে মনে সঙ্গোপনে,
বুঝবে কি আমার আপনজন।
তামসিক যতই গাঢ় হোক-
কুয়াশা ও মেঘের মতো
ডুবে আছি অবিরত...!
ঐ লাল সবুজের বুকে।
প্রবাস জীবনে নেই অবকাশ-
রয়েছি নীরবে নিভৃতে ধ্যানে!
আসস্ত কর মোরে জন্মভূমি,
তুমিই প্রথম প্রেম,বাকি সব
বনলতা !
প্রকৃতি সত্য কি?
প্রেমময় সুন্দর অখণ্ড
ক্ষুদ্র এ জীবনের স্বাক্ষর রেখে
যাব!
চিরভাস্বর করে লাল
সবুজের জন্য।
তবেই স্বার্থক হবে প্রবাসের
জীবন যাপন।
সবাই বলবে ধন্য ধন্য।।
আরও পড়ুন: নাগরপুরে চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা,প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত