
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রয়াণে নেত্রকোনায় শোক ও স্মরণসভা অনুষ্ঠিত
প্রেম ও দ্রোহের অমর কবি এবং নেত্রকোনার গর্ব হেলাল হাফিজের প্রয়াণে শোক ও স্মরণসভা আয়োজন করেছে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের উকিল পাড়ার প্রত্যাশা ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় আয়োজিত এই শোক সভায় স্মৃতিচারণ করেন কবির অনুজ কবি নেহাল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রফেসর ননী গোপাল সরকার, ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল, বাউল গবেষক আ. ফ. ম. রফিকুল ইসলাম খান আপেল, অধ্যাপক সরোজ মোস্তফা, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক আলপনা বেগম এবং কবি এনামূল হক পলাশ।
অনুষ্ঠানটি শোক সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। শোকবার্তা পাঠ করেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রচিত কবিতা আবৃত্তি করেন কবি পহেলি দে, কবি সাইফুনাহার শিউলি এবং এস. এম. মুসা।
শোকসভায় কবির সাহিত্যকর্মের ওপর আলোকপাত করা হয় এবং তার স্মৃতিকে ধরে রাখার আহ্বান জানানো হয়। উপস্থিত লেখক, সাংবাদিক, ও সংস্কৃতিমনা ব্যক্তিরা কবি হেলাল হাফিজের অবদান চিরস্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুনঃ দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: দুদককে জয়ের চ্যালেঞ্জ
দুর্জয় বাংলা