
আকিব শিকদার। ছবি: সংগৃহীত
তিনটা মাগুর একটা ধাউস কৈ
পাতলো ভীষণ সই।
এক পুকুরেই ছিলো তাদের বাস
গ্রীষ্ম বর্ষা শীত, বারোমাস।
যখন তখন শাপলা তলায় এসে
করতো মিটিং, ফিরতো বাসায়
বিরাট আড্ডা শেষে।
হঠাৎ তাদের ঝগড়া হয়ে গেলো
বন্ধু থেকে শত্রুতে রূপ নিলো।
সেদিন থেকে কৈটা আঁটে ফন্দি
মাগুরদেরকে করবে ফাঁদে বন্দি।
এক যে জেলে জাল পেতেছে জলে
কৈ মাছটা মাগুরদেরকে আটকে দিলো
নানান রকম ছলে।
এবার কৈ এর ফুর্তি কে আর দেখে
আনন্দেতে লাফায় কাদা মেখে।
ঠিক তখনই চিল এসে ছো মেরে
কৈ-কে নিলো নখের ডগায় গেড়ে।
পরের দুখে যে জন সুখে হাসে
তার সেই সুখ রয় না বেশিক্ষণ
চোখের জলে ভাসে।
আরও পড়ুন: কেন্দুয়ায় শত কবির মিলনমেলা ও গুণীজন সম্মাননা প্রদান