
পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোণার পূর্বধলায় সক্রিয় সাংবাদিকদের প্রাণের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাব-এর ইফতার ও দোয়া মাহফিল সোমবার (৮ এপ্রিল) ২৮ রমজান উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর ইস্টি কুটুম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, ক্লাবের উপদেষ্টা ইসমাইল হোসেন খোকন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূর্বধলা উপজেলার সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক বাবুল, দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আব্দুল হালিম, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন (আইইবি), কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জি. মিছবাহুজ্জামান চন্দন, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, দেওটুকোণ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সদস্য সাগর আহমেদ জজ, সাজিদুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র সরকারসহ ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।