সাংবাদিক শফিকুল ইসলাম ইউনুস এঁর ১ম মৃত্যুবার্ষিকী আজ
আজ ৩১ মে বুধবার ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক ঢাকা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ইউনুস এর ১ম মৃত্যু-বার্ষিকী।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দুলচাপুর গ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম ইউনুস সারা জীবন সুস্থ ধারার সাংবাদিকতা করে গেছেন।
তিনি লেখালেখির সাথেও জড়িত ছিলেন। গত বছরের এই দিনে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তার প্রথম মৃত্যু-বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ী দুলচাপুরে কোরআন খানি, জিকির আসকার, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: মানবিক সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে-মোঃ ফয়েজ আহম্মেদ