পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ
নেত্রকোণার সৎ কর্মঠ এবং মানবিক পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম সহ নারী নির্যাতন প্রতিরোধ কল্পে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদককে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আমরা সেই ঘোষনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে পুলিশ জনতা এক হয়ে কাজ করে যাচ্ছি। সকলে আন্তরিক ভাবে কাজ করলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম সহ নারী নির্যাতন প্রতিরোধে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।
পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ সুধি সমাজের সকলের বক্তব্য পর্যালোচনা করেন এবং মাদক নির্মূলে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের ৫ দফা সুপারিশমালার ভ‚য়সী প্রসংসা করে বলেন, এটি একটি সময় উপযোগী প্রস্তাব। এতে দেশ জাতি উপকৃত হবে, সুন্দর সমাজ প্রতিষ্ঠা পাবে। তিনি উল্লেখ করে বলেন, সাংবাদিকগন সমাজের চোখ। সেই সাংবাদিকগন যদি নির্ভয়ে সঠিক দায়িত্ব পালন করেন তাহলে সমাজ সামনের দিকে অনেক এগিয়ে যাবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম সহ নারী নির্যাতন প্রতিরোধপল্পে সুন্দর সমাজ প্রতিষ্ঠা এক জন সচেতনতা মূলক এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন। কমিউনিটি পুলিশ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম,
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি, ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন ও
কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী জাহানারা রোজি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী
প্রিয়ন্তি।
আরও পড়ুন: ত্রিশালে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী বাবু গ্রেফতার